দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রতিবাদে জাগ্রত, সহমর্মিতায় অটুট, ন্যায়ে অবিচল এই শ্লোগান কে সামনে রেখে আজ ২১/৯/২৪ ইং রোজ শনিবার যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি জেলা পরিষদ অডিটোরিয়ামে বিকাল ৩টায় মুফতি রহমতুল্লাহ কাসেমীর সঞ্চালনায় যুব ফোরামের আমীর মুফতি জুনায়েদ কাসেমীর সভাপতিত্বে কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন,
মাওঃ আঃ মুমিন ফুয়াদ।
এতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া হলো ইসলামি জাগরণের কেন্দ্রবিন্দু। কিন্তু গত ১৬টি বছর যাবত এ জাগরণ বাধা বিপত্তির স্বীকার হয়েছিলো। আলহামদুলিল্লাহ যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে আমরা আবারও একত্রিত হয়েছি। আমি আশাকরি যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে আবারও এই জাগরণ শুরু হবে ইনশাআল্লাহ।
এসময় যুব ফোরামের আমীর জুনায়েদ কাসেমী সভাপতির বক্তব্যে বলেন, যুব ফোরামের নামে গোটা জেলার যুবকদেরকে একত্রিত করতে চাই। রাসুলুল্লাহ (সা.) হলেন আমাদের জীবনাদর্শ। রাসূল (সা.) এর আদর্শ মেনেই আমাদের প্রতিটি কাজ পরিচালিত হবে। প্রতিটি স্তর থেকে বৈষম্য দূর করবো,ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নীতি আদর্শের ব্যাপারে কোন আপোষ করা হবেনা। ব্রাহ্মণবাড়িয়ার বিষয়ে জামিয়ার ইউনুসিয়ার মুরুব্বীদের সিদ্ধান্ত-ই আমাদের সিদ্ধান্ত।
পরিশেষে তিনি প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে যুব ফোরামের টানে আজকের সম্মেলনে উপস্থিত হওয়ায় সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এসময় যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার দুই শতাধিক সদস্যের উপস্থিতিতে উপস্থিত ছিলেন, মুফতী ওবায়দুল্লাহ মাদানী,মাওঃ নুরে মুস্তাফা ,মাওঃ আমির হামজা,মাওঃ,সালমান হায়দার, মাওঃ খায়রুল ইসলাম, মুফতী রঈস উদ্দিন আমিনী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.