ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ইট-পাটকেল মারে। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে পায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাটগুদাম ব্রিজ মোড় এলাকার জয়বাংলা চত্ত্বরের সামনে থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে ময়মনসিংহ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিলটি বের হয়। অবরোধের সমর্থনে মিছিলটি শুরু হয়ে কয়েকশ’ গজ দূরে ব্রিজ মোড় রেলক্রসিং পর্যন্ত গেলে পুলিশের বাধার মুখে পড়ে। ওই সময় পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতারা। নেতাকর্মীরা রাস্তার পাশে থাকা বিআরটিসির বাসে ঢিল ছুঁড়লে পুলিশ ধাওয়া দেয়। পরে পুলিশকে লক্ষ্য করে একাধিক ঢিল ছুঁড়ে মারে মিছিলকারীরা। এ সময় একটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। পরে মিছিলকারী বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়।
মিছিলে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পুলিশের অবস্থান দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। একটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিয়য়টি আমরা খতিয়ে দেখছি। তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের কাউকে আটক করা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.