রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের নিরাপত্তা দেয়াল ভেঙ্গে পকেট গেট তৈরি করা হয়েছে। অথচ দেয়াল ভাঙ্গার ওই স্থান থেকে আনুমানিক ৭০ ফুট দূরেই মৎস্য অবতরণ কেন্দ্রের বিশাল আকৃতির প্রধান গেট রয়েছে। এতে করে, মৎস্য অবতরণ কেন্দ্রের সৌন্দর্য নষ্ট, ছোট-বড় ৬০টি মৎস্য আড়ৎ, কোল্ডস্টোরেজ, বরফকল ও মূল্যবান বিভিন্ন যন্ত্রাংশসহ পুরো নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। জানা গেছে, বৃহস্পতিবার ওই কেন্দ্রের নিরাপত্তা দেয়ালটি ভেঙ্গে ফেলা হয়। স্থানীয়রা জানান, কিছুসংখ্যক ভাসমান মাছ বিক্রেতাদের সুবিধা দিতে ওই নিরাপত্তা দেয়ালটি ভেঙ্গে দিয়ে পকেট গেট করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অধীন মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার মাসুদ আলম দেয়াল ভাঙ্গার সত্যতা স্বীকার করে বলেন, ভাসমান মাছ বিক্রেতাদের স্বার্থে ও কেন্দ্রের আয় বাড়াতে কর্তৃপক্ষের নির্দেশে ওই দেয়াল ভাঙ্গা হয়েছে।