রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শৈবাল চন্দ্র সাহার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, কাজে বাধা সৃষ্টি, নথিপত্রে কাটাছেড়া, হিসাব শাখার নথিপত্রে গোলযোগ তৈরি করে প্রশ্নবিদ্ধ করা ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গালমন্দ এবং আপত্তিকর আচরণের অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া প্রায়শই তিনি পরিধেয় বস্ত্র খুলে অফিস করেন। যা খুবই দৃষ্টিকটু ও আপত্তিকর। অভিযোগের বিষয়ে বুধবার পৌর কার্যালয়ে গেলে পৌর নির্বাহী কর্মকর্তা শৈবাল চন্দ্র সাহাকে অফিসে পাওয়া যায়নি এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। অভিযোগের বিষয়ে মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন বলেন, শীঘ্রই পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, মোহনগঞ্জ পৌরসভায় শৈবাল চন্দ্র সাহা ২০১২ সালে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করে আসছেন। এসব বিষয়ে পৌরসভার এসেসর এরশাদুর রহমান, হিসাবরক্ষক পার্থ সারথী রায়, ক্যাশিয়ার আবুল কালাম আজাদ সহ ৩৫জন কর্মকর্তা পৌর মেয়রের নিকট লিখিত অভিযোগ করেন। যা গত চলতি মাসের ১৫ নভেম্বর ৩৭ ক্রমিকে পৌরসভা গ্রহণ করে। পৌর নির্বাহী কর্মকর্তা শৈবাল চন্দ্র সাহা কর্তৃক আপত্তিকর আচরণসহ অকথ্য ভাষায় গালমন্দের শিকার হন পৌরসভার এসেসর মোঃ এরশাদুর রহমান, হিসাবরক্ষক পার্থ সারথী রায়, ক্যাশিয়ার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী কর আদায়কারী আসিফুল ইসলাম, মাহবুব আলী, দীপ্ত বণিক, গিয়াস উদ্দিন, নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সেলিনা আক্তার, সাজেদা খানম, উচ্চমান সহকারী ফয়েজুল আহসান, সহকারী লাইসেন্স পরিদর্শক মেহেদী হাসান সানি সহ ২০জন কর্মকর্তা-কর্মচারী। পৌরসভার এক কর্মকর্তা বলেন, অভিযোগের পর থেকে পৌর নির্বাহী কর্মকর্তা শৈবাল চন্দ্র সাহা অফিসে আসেন না।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.