রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
নেত্রকোনার মোহনগঞ্জে শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ ডায়াগনষ্টিক সেন্টারকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহেনা পারভীন, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জীব দত্ত চপল, মেডিকেল টেকনোলজিষ্ট হাবিবুর রহমান ও স্যানেটারী ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মূল্য তালিকাসহ যথাযথ পরিবেশ ও জনবল না থাকা এবং লাইসেন্স নবায়ন না করার দায়ে হাসপাতাল রোডস্থ সারা ডায়াগনষ্টিক সেন্টার ৩ হাজার, আল-মদিনা ডায়াগনষ্টিক সেন্টার ৩ হাজার, আদর্শ ল্যাব ৩ হাজার, জান্নাত ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ৩ হাজার ৫শ, মোস্তাকিম ডিজিটাল ল্যাব ৫ হাজার, রোকেয়া ডায়াগনষ্টিক সেন্টার ৪ হাজার, রাজন প্যাথলজি ৩ হাজার, জিহাদ প্যাথলজি ৩ হাজার ৫শ, হুজাইফা ডায়াগনষ্টিক সেন্টার ২ হাজার ৫শ, একুশে ডায়াগনষ্টিক সেন্টার ৩ হাজার, তাল্হা ডায়াগনষ্টিক সেন্টার ৩ হাজার, মডেল ডায়াগনষ্টিক সেন্টার ৩ হাজার, মুন প্যাথলজি ৪ হাজার, ঐতিহ্য প্যাথলজি সেন্টার ৪ হাজার, দি-স্বদেশ ডায়াগনষ্টিক সেন্টার ৩ হাজার, পপুলার ডায়াগনষ্টিক সেন্টার ৩ হাজার এবং হাজী সালেহ্ হোসেন ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স নবায়নসহ বিভিন্ন ত্রæটি দূর করতে এক মাসের সময় বেঁধে দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.