রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ২নং বড়তলী-বানিয়াহারী ইউনিয়নে বানিয়াহারী বাজারে বৃহস্পতিবার বিকেলে ভোটারদের মারধরের অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন হয়। এতে অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান সোহাগ তালুকদারের বিচার দাবি করেন এলাকাবাসী। মানববন্ধনে নারী-পুরুষসহ এলাকার তিন শতাধিক মানুষ অংশ নেয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাদের সাথে যোগ দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহীদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজ উদ্দিন, প্রভাষক বিপ্লব রায়, উপজেলা যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অমল সরকার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক দিপক বণিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রায়হান সিদ্দিকী ফারুক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিন রানা প্রমুখ। মারধরের শিকার ব্যক্তিরা হলেন, উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের সুতারপুর গ্রামের পলাশ আচার্য্য ও নির্মল আচার্য্য, গাজীনগর গ্রামের অরুণ চন্দ্র দে ও প্রীতুষ চন্দ্র শীল। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, নির্বাচনের দিন আমি কাউকে মারধর করিনি। আমাকে হেয় করার জন্যই ষড়যন্ত্র করে মিথ্যা গল্প সাজানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.