রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার মোহনগঞ্জে বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও কোথাও সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কোন হামলার ঘটনা ঘটেনি। মোহনগঞ্জ উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে থাকা ৬৩টি মন্দির পুরোপুরি অক্ষত আছে। কোথাও কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। মোহনগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র পাল মঙ্গলবার ওই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ টহল দিচ্ছে এবং পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যে মোহনগঞ্জ থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় স্কুল-কলেজে ক্লাশ শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। গতকাল সোমবার সাংবাদিকদের সাথে মেজর মোঃ মর্তুজা হোসেন মত বিনিময় সভা করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.