রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
নেত্রকোণা- ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান এমপি বৃহস্পতিবার মোহনগঞ্জে জমজমাট প্রচারণায় মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। সাজ্জাদুল হাসান এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাবো। মানুষের ভালোবাসাই আমার শক্তি। মোহনগঞ্জ বাজারে গণসংযোগের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সম্পাদক শহীদ ইকবাল, কেন্দ্রীয় মৎস্যজীবীলীগ নেতা রেজুওয়ান আলী খান আর্নিক, ছাত্রলীগ আহবায়ক ফয়েজ রহমান প্লাবনসহ দলীয় নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন। এর আগে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। উল্লেখ্য যে, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. লিয়াকত আলী খান (লাঙ্গল), তৃণমূল বিএনপির মোঃ আল্ মামুন (সোনালী আঁশ) ও জাসদের মোঃ মুসফিকুর রহমান (মশাল) নিয়ে এ আসনে লড়ছেন।