মোহনগঞ্জে সরস্বতী প্রতিমা ভাঙচুর
রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভেঙ্গে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার গ্রামে রাধাগোবিন্দ মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী। জানা গেছে, পূজা শেষে রাধাগোবিন্দ মন্দিরের বারান্দায় সরস্বতী প্রতিমা রেখে চলে আসে। পরে বৃহস্পতিবার গভীর রাতে গজধার গ্রামের রাধাগোবিন্দ মন্দিরের বারান্দায় থাকা সরস্বতী প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় গ্রামবাসী ও ইউপি চেয়ারম্যান স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। গজধার গ্রামের মাধব পাল জানান, সরস্বতী পূজার পরের দিন বৃহস্পতিবার রাধাগোবিন্দ মন্দিরে প্রতিমা সাজিয়ে রেখে চলে আসি। পরে শুক্রবার সকালে ওই মন্দিরের লোকজন এসে দেখতে পায় প্রতিমা ভাঙ্গা। এ প্রসঙ্গে ধুলিয়া গ্রামের মেম্বার মানিক মিয়া জানান, আমি বিষয়টি জেনে চেয়ারম্যানকে অবগত করেছি। রাধাগোবিন্দ মন্দির আশ্রম কমিটির সভাপতি পরিমল পাল জানান, আমরা হিন্দু-মুসলিম এক সাথে বসবাস করে আসছি। কোন দিন এরকম ঘটনা ঘটেনি। আমরা এর সুষ্ঠ তদন্ত দাবি করছি। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন ঘটনা সম্পর্কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.