মোহনগঞ্জে মনসা দেবীর প্রতিমা ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :

নেত্রকোণার মোহনগঞ্জের দুর্গম পল্লী গ্রাম গাজীনগরে মনসা দেবীর প্রতিমা বিসর্জনের মুহুর্তে হামলা ও ভাংচুরের ঘটনায় সোমবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। মোহনগঞ্জ শহরে শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়ার সম্মুখ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মোহনগঞ্জ উপজেলার সভাপতি অমল সরকার, সম্পাদক বিমল চন্দ্র পাল, ধর্মপাশা উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক চয়ন কান্তি দাস, মোঃ নূরুল হক প্রমুখ বক্তব্য রাখেন। মোহনগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক বিমল চন্দ্র পাল ঘটনার বিবরণ দিয়ে বলেন, শনিবার দুপুরে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের গাজীনগরের নিকটবর্তী কংশ নদীতে পূজারীবৃন্দ মনসা দেবীর প্রতিমা বিসর্জন দিতে যায়। এসময় স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে ও পূজারীদেরকে আহত করে। হামলায় গুরুত্বর আহত পলাশ চন্দ্র দে ও দুলাল সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা তাদের মাছ ধরার জাল ছিঁড়ে ফেলার ভুয়া অভিযোগ তোলে ওই ঘটনা ঘটায়। ঘটনাস্থল কংশ নদীর মধ্যবর্তী হওয়ায় প্রশাসনিক ভাবে এটি পাশের উপজেলা ধর্মপাশা থানার অর্ন্তগত। তাই এ ঘটনায় ধর্মপাশা থানায় মামলা হয়েছে। গাজীনগর গ্রামের স্বপন চন্দ্র শীল বাদী হয়ে চিহ্নিত ১০জনসহ অজ্ঞাত আরো ২/৩ জন আসামী করে মামলা করেন। ধর্মপাশা পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *