বাগেরহাট জেলা প্রতিনিধি :-
মো: মুসা হাওলাদার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) চন্দন দাস আহত হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে একজন নারী মেডিকেল অফিসারও লাঞ্চিত হয়েছেন। বুধবার বেলা ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। চন্দন দাসকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারিদেরকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারিরা।
এ বিষয়ে চন্দন দাস বলেন, দুটি ওষুধ কোম্পানীর দু’জন বিক্রয় প্রতিনিধিসহ ৫-৬ জনের একদল দুর্বৃত্ত চাঁদার দাবিতে তাকে জরুরি বিভাগ থেকে টেনে হিচড়ে বের করে জরুরি বিভাগের সামনে বসেই মারধর করে। হামলাকারিরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। ঘটনার সময় মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা ও ডা. তনুশ্রী ডাকুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্শী রায় বলেন, এ ঘটনার বিষয়ে স্থানীয় সেনাক্যাম্প ও থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারিদেরকে দ্রুত গ্রেফতার না করলে বৃহস্পতিবার থেকে হাসপাতালের সকল মেডিকেল অফিসার ও কর্মচারিরা কর্মবিরতি পালন করবে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, হাসপাতালের জরুরি বিভাগে হামলায় একজন আহত হবার ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.