হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বারইখালী স্টিল ব্রিজ সংলগ্ন একাডেমির স্কুল মাঠে সকাল ৮টায় ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে মোরেলগঞ্জ মডেল একাডেমির স্কুল মাঠে শিশু শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত থানা অফিসার ইনচার্জ সুলতান ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইকন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃআবু সালেহ মোল্লা, ইকরা সংস্থার পরিচালক ও প্রতিষ্ঠাতা, কবি এবং সাহিত্যিক এইচ এম সাখাওয়াত হোসেন,সরকারি এস এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছগির আহমেদ, ড.মিয়া আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজের কো-অর্ডিনেটর মোঃ আবু সালেহ, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব আহবায়ক এইচ এম শহিদুল ইসলাম,সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এফ এম শামীম আহসান পৌর বিএনপি যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ,যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, উপজেলা যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম পৌর যুবদল আহবায়ক মোঃ মিজানুর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সাইফুল ইসলাম, ছাত্রদল পৌর সাবেক আহ্বায়ক বি,এম মেহেদী হাসান সজল,জামায়াত ইসলামী ইউনিয়ন আমীর মহিবুল্লাহসহ শিক্ষার্থীদের অভিভাবক,ছাত্র-ছাত্রী,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্ধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষানুরাগী,সমাজ সেবক,ও স্হানীয় সুধীজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু মনের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে মোরেলগঞ্জ মডেল একাডেমির এ ধরনের আয়োজন কার্যকরী বলে আমরা আশাবাদী। আপনাদের এ ধরনের কার্যক্রম সকল সময় অব্যাহত থাকুক এবং আগামী দিনের মানসম্মত পড়ালেখা উপযোগী করে তোলা প্রতিষ্ঠানের অগ্রগতিতে যাবতীয় পদক্ষেপ নেয়া এবং এর উন্নয়নমূলক সকল কাজের সাথে থেকে সহোযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রদর্শনী অনুষ্ঠানে বয়সভিত্তিক ৫ টি বিভাগে বিভিন্ন বয়সের নির্ধারিত বিষয়ের ওপরত প্রতিষ্ঠানের শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।পরে সুন্দর হাতেরলেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.