মোরেলগঞ্জ প্রতিনিধি
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় অলিম্পিয়াড।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যন ফহিমা ছাবুল।
প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ও থানার অরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
এবারের বিজ্ঞান মেলায় মোরেলগন্জ লতিফয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ এবং আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সহ সরকারি বেসরকারি মোট ১৮টি প্রতিষ্ঠান তাদের আবিষ্কার নিয়ে স্টল সাজিয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.