হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাল্য বিয়ে, শারীরিক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তকরণে ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৭নভেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে উপজেলার মিম কমিউনিটি সেন্টারে ২ দিন ব্যাপি এ কর্মশালা আয়োজন করে সংস্থাটি।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুফতী মাওলানা শাইখ মুহাম্মাদ উছমান গনি(যুগ্ন মহাসচিব, জাতীয় ইমাম সমিতি,ঢাকা)।অনুষ্ঠানটি উপস্থিত থেকে পরিচালনা করেন,মোরেলগঞ্জ এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডল।এসময় আরো উপস্থিত ছিলেন,জামায়াত ইসলামী ইউনিয়ন আমীর মোঃ মহিবুল্লাহ,গোয়ালবাড়ীয়া গুলবাগ জামে মসজিদ ইমাম মোঃইলিয়াছ হোসেন, পায়লাতলা খানপাড়া জামে মসজিদ ইমাম মোঃ ইব্রাহিম মোল্লা,তেতুলবাড়ীয়া মৃধাবাড়ী জামে মসজিদ ইমাম মাওঃমুফতি মাহফুজুর রহমান,মোরেলগঞ্জ পৌর এলাকার দরগাহ জামে মসজিদ ইমাম,হাফেজ মোঃনুরুল ইসলাম,মোঃআব্দুর রহিম খান,এবং বারইখালি জামে মসজিদের ইমাম মোঃ মিজানুর রহমান( অলিউল্লাহ)সহ উপজেলার ৫৩ জন ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ কর্মশালায় অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন,প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় পবিত্র কুরআনের আলোকে নৈতিক নীতিমালা প্রণয়ন করতে হবে। প্রতিবন্ধীদের অবহেলা করা যাবে না।বাল্য বিয়ে ও শিশু শ্রম প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজে সবার অধিকার নিশ্চিত করতে হবে।এই লক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের সাথে কাজ করে যাচ্ছে। এজন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি ।কর্মশালাটির পরিশেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ইমামগনের মাঝে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক খুৎবা সহায়িকা বই প্রদান করা হয়। কর্মশালাটির সঞ্চালক হিসাবে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মোরেলগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.