মো:আসাদুজ্জামান খান
মেহেরপুর জেলা (সদর) প্রতিনিধি:-
অর্থনীতির বৈশ্বিক মন্দা ও নাজুক পরিস্থিতির মধ্যে, বাংলাদেশেরও নিত্যপণ্যের বাজারে প্রায়ই দেখা দেয় অস্থিরতা। নানা অজুহাতে ক্রমেই বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায়, বাজারে গিয়ে হিসেব মিলাতে পারছে না সাধারণ ক্রেতারা। ফলে ব্যয়ের ক্ষেত্রে কাটছাঁট করতে, একরকম বাধ্য হচ্ছেন শ্রমজীবী মানুষ ও সাধারণ মানুষ।
বাংলাদেশের প্রধান কয়েকটি আলোচ্য বিষয়ের অন্যতম হলো, নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি। ক্রমাগতভাবে বৃদ্ধিপাচ্ছে এসব পণ্যের মূল্য। জনকল্যাণে নেওয়া সরকারের নানা পদক্ষেপের পরও কোন কোন পণ্যের মূল্য দ্বিগুণ, তিনগুণ বেড়েছে।
এদিকে কাঁচামালের প্রাণখ্যাত মেহেরপুর জেলা। গত দু-তিন দিনে সারা দেশের ন্যায় এ জেলায়ও দেখা দিয়েছে, পেঁয়াজের বাজারে অস্তিরতা। এই দু'দিনে পেঁয়াজ কেজিপ্রতি বেড়েছে ৬০ টাকা। বলা হচ্ছে, এলসি পেঁয়াজ আমদানি না হওয়া এবং জেলার চাষকৃত পেঁয়াজ এখনও জমিতে পরিপূর্ণ না হওয়া। সরেজমিনে যেয়ে দেখা যায় অন্য চিত্র।
অদ্য ১০:১২:২০২৩ ইং সকাল ১১:৩০ ঘটিকার সময়, মেহেরপুর (সদর) জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের একটি টীম, মেহেরপুর সদরের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়, কালু বাণিজ্যলয় নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) (ঙ) এর অধীনে নগদ ২,০০০ টাকা (দুই হাজার) জরিমানা করেণ, মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো: আবীর হোসেন, মার্কেটিং অফিসার, জিব্রাইল হোসাইন ও পুলিশের একটি টীম।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.