মেহেরপুর সদরে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কমফোর্টার বিতরণ

মো:আসাদুজ্জামান খান

মেহেরপুর জেলা (সদর) প্রতিনিধি:-

এ দেশের সিংহভাগ মানুষ ন্যূনতম মৌলিক অধিকার থেকে এখনও বঞ্চিত। মানবিক দৃষ্টিকোণ থেকে, মানুষের সমসাময়িক অধিকার নিশ্চিত করতে, নিরবে কাজ করে চলেছে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার (কমিউনিটি হেলথ্ এ্যান্ড মাইক্রোফাইনান্স)। প্রতি বছরের ন্যায় এবছরও অদ্য, ৩০-১২-২০২৩ দুপুর ১:০০ ঘটিকায়, মেহেরপুর জেলার (সদর) অফিসে, ৭০ টি দরিদ্র পরিবারের মাঝে ১ টি করে, শীত নিবারণের বস্ত্র (কমফোর্টার) বিতরণ কার্যক্রম শেষ করেছে আদ্-দ্বীন। এসময় উপস্থিত ছিলেন সদরের, নয়ন কবির (ব্রাঞ্চ ম্যানেজার), অলোক কুমার (এ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার), রুমি খাতুন (হিসাব রক্ষক), আরও উপস্থিত ছিলেন, জাকিয়া পারভিন, নুরানি আক্তার , রিক্তা আক্তার, তানিয়া আক্তার, লাভলি খাতুন, কৌহিনূর খাতুন, বিপাশা খাতুন প্রমুখ।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, আদ্-দ্বীন বিভিন্ন প্রকার সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম, পরিচালনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, সর্বজন স্বীকৃত মানবিক প্রতিষ্ঠান হিসেবে, গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। এতিম শিশুদের পূণর্বাসন, বিনামূল্যে চোখের ছানি অপারেশন, প্রবীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে আবাসন সুবিধা প্রদান, মানসম্মত স্বাস্থ্য নিশ্চিতকল্পে ঋণ গ্রহীতাদের জন্য স্বাস্থ্য বীমা প্রণয়ন, আদ্-দ্বীনের কর্মএলাকার গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত কল্পে “কমিউনিটি এ্যাম্বুলেন্স সার্ভিস” ২৪ ঘন্টার জন্য প্রস্তুত রাখা, দুঃস্থ ও প্রান্তিক পর্যায়ের অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনাসহ নানাবিধ, সামাজিক উন্নয়নমূলক কাজে আদ্-দ্বীন তার জম্মলগ্ন থেকে নিজস্ব, অর্থায়নে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *