মেহেরপুরে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত
জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা(সদর)প্রতিনিধি:
মো: আসাদুজ্জামান খান-
এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল,
“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি
নাগরিক অধিকার নিশ্চিত করি”
সেই লক্ষে, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, মোঃ শামীম হোসেনের নেতৃত্ব একটি র্যালি, পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু করে বাদ্দ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, মেহেরপুর সদরের-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির, মো:হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মনির, বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন,বুড়িপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সানু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে স্হানীয় সরকার বিভাগের, উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আল মামুন,পিরোজপুর ইউনিয়নের সচিব আজিমউদ্দিন,বুড়িপোতা ইউনিয়নের সদস্য আলমগীর হোসেন লাল্টু, পিরোজপুর ইউনিয়নের সদস্য ইস্কান্দার মোহাম্মদ বিপ্লব,আমঝুপি ইউনিয়নের হিসাব সহকারি রাজিয়া সুলতানা,গ্রাম পুলিশ সুলতান আহমদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.