ফিরোজ রহমান স্টাফ রিপোর্টার : মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের নীল জাবাদের মাঠে ২ বিঘা জমির পেঁপে, ৪ বিঘা জমির কলা এবং আড়াই বিঘা জমির কপি কেটে তসরূপাত করেছে দুর্বৃত্তরা।
১৮ মে/২৪ শনিবার দিবাগত রাতের মহাজনপুর গ্রামের গোলাম মোস্তফার জমিতে নারকীয় এ তাণ্ডব চালানো হয়। ৮ বিঘা জমির ফসল পেঁপে, কলা এবং বাঁধাকপি কেটে তসরুফ করায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক গোলাম মোস্তফা জানান।
জানা গেছে, মুজিবনগর উপজেলার মহাজমপুর গ্রামের ছহিতুল্লাহর ছেলে গোলাম মোস্তফা মহাজমপুর গ্রামের নীল জাবাদের মাঠে ২ বিঘা জমিতে পেঁপে। ৪ বিঘা জমিতে কলা। এবং আড়াই বিঘা জমিতে গ্রীষ্মকালীন বাঁধা কপি লাগান। কলার জমিতে লাগানো সমস্ত গাছে কলার কান্দি পড়েছে। লাগানো পেঁপে গাছগুলোতে পেঁপে ধরা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে রাতের আঁধারে শত্রুতা করে ২ বিঘা জমির লাগানো প্রায় ৮শ পেঁপে গাছ। ৪ বিঘা জমিতে লাগানো প্রায় ১৬শ কলা গাছের অপরিপক্ক কলারকাঁন্দি এবং আড়াই বিঘা জমির অধিকাংশ বাঁধাকপি কেটে তসরুপ করে ফেলে রেখে যায়। সকালে গোলাম মোস্তফা মাঠে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে গ্রামের মানুষ এই দৃশ্য দেখে হতবাক বনে যান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলার জমিতে অসংখ্য অপরিপক্ক কলারকাঁন্দি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সারি সারি লাগানো পেঁপের গাছ গাছের মাঝখান দিয়ে কাটা অবস্থায় পড়ে রয়েছে।
গোলাম মোস্তফা জানান, দুই বিঘা জমিতে লাগানো প্রায় ৮শ পেঁপে গাছ। ৪ বিঘা জমিতে লাগানো ১৬ শ কলা গাছের কান্দি কেটে তসরুপ করেছে। প্রতিটি কলার কাঁদি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা ধরে বিক্রি করার কথা। পাশাপাশি পেঁপে বর্তমানে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি সম্মুখীন হয়েছি আমি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে গোলাম মোস্তফা জানান। এলাকার জনগন সাংবাদিকদের জানান, এই ঘটনা আজকে নতুন নয়, এর আগেও এই রকম ঘটনা ঘটেছে, সকলে এর সুষ্ঠ তদন্ত করে দোষিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান, যাতে করে পরবর্তিতে এহেনো জঘন্য অপরাধ আর ঘটে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.