মুজিবনগর উপজেলা প্রতিনিধিঃ
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মেহেরপুর–মুজিবনগর মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলর ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চার ঘটিকার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বিষ্ণু মন্ডল এর ছেলে প্রিন্স মন্ডল (১৯) এবং বাইসাইকেল চালক ভবরপাড়া গ্রামের মৃত রহমান দফাদারের ছেলে পাঁচু দফাদার (৬০)
ঘটনা সূত্র জানা যায়, ভবরপাড়ার পাঁচু দফাদার বাইসাইকেলে নিয়ে বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন। এসময় তিনি মুজিবনগর থানা সড়কের কাছাকাছি মানিকনগর গ্রামের নিকট পৌঁছালে পিছনদিক থেকে আশা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল চালক পাঁচু দফাদার সহ মোটরসাইকেল চালক প্রিন্স মন্ডল রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল চালক পাঁচু দফাদারের অবস্থা বেগতিক দেখে মেহেরপুর –২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন এবং মোটরসাইকেল চালক প্রিন্স মন্ডলকে সেখানে রেখে চিকিৎসা দেন।
এই বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উজ্জল দত্ত জানান, বাইসাইকেল ও মোটরসাইকেলের দুর্ঘটনায় বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।
এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে যা থানা হেফাজতে আছে।