ফিরোজ রহমান স্টাফ রিপোর্টার
শব্দ শিখুন, ভাষা শিখুন এই প্রতিপাদ্যে গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর আয়োজনে, মুজিবনগর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে মুজিবনগর কমপ্লেক্স পর্যটন মোটেলে অনুষ্ঠিত ওয়ার্ড মাস্টার প্রতিযোগীতা অনুষ্ঠানে গুডনেইবারর্স এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম)
রিফাত আল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
গুডনেইবার্স মেহেরপুর সিডিপির ম্যানেজার সুব্রত টুডুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, গুডনেইবারর্স এর স্বাস্থ্য সহকারী আহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবনগর উপজেলার মোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ শিক্ষার্থী ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা জেলার বিষ্ণুপুর হাই স্কুলের শিক্ষার্থী সাদিকুর রহমান,তৃতীয় স্থান অধিকার করেন মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী তাসমিনা খাতুন, চতুর্থ স্থান অধিকার করেন আনন্দবাস মিয়া মনসুর একাডেমীর শিক্ষার্থী শুভ আহম্মেদ, পঞ্চম স্থান অধিকার করেন মানিকনগর ডিএস আমেনিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদা খানম সাইমা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ওয়াড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীরা গুড নেইবারর্স এর আয়োজনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।