ফিরোজ রহমান স্টাফ রিপোর্টার :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ই মে, তারই ধারাবাহিকতায় মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু (আনারস), সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু (ঘোড়া) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুব রহমান (মোটরসাইকেল) প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বি এম জাহিদ হাসান (টিউবওয়েল) ও মতিউর রহমান (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আফরোজা খাতুন (ফুটবল) ও মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন (কলস) প্রতীকে নির্বাচন করছেন।
মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে রফিকুল ইসলাম তোতা (কাপ-পিরিচ) ও আমাম হোসেন মিলু (আনারস) প্রতীকের মধ্যে। ইতোমধ্যে জমে উঠেছে মুজিবনগরের প্রচারণা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুপক্ষের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতা জানান, আমি দায়িত্বশীলভাবে দলীয় কর্মকাণ্ড পালন করে আসছি। মানুষের পাশে থাকার চেষ্টা করছি। কিছু বিচ্ছিন্ন মারামারির ঘটনা ঘটেছে। তবে এতে ভোটের মাঠে তেমন একটা প্রভাব পড়বে না।
আরেক চেয়ারম্যান প্রার্থী আমাম হোসেন অভিযোগ করে বলেন, আমাদের মোনাখালী, রশিকপুর, তারানগরসহ বেশ কয়েকটি গ্রামে নির্বাচনী প্রচারে বাধা দেয়া হচ্ছে। তাদের পরাজয় জেনেই আমার সমর্থকদের মারধর করা হচ্ছে। নির্বাচনকে বির্তকিত করার চেষ্টা করা হচ্ছে।