ফিরোজ রহমান স্টাফ রিপোর্টার:
নিজস্বতাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করেই মুজিবনগর উপজেলার জাতীয়তাবাদী দল( বিএনপি) দলের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম সাধারণ মানুষের নেতা সেটা দীর্ঘদিনের। উপজেলাটিতে বিএনপি দলটিকে সমৃদ্ধ করার যোগ্য নেতা হিসাবে তাঁর নাম উচ্চারিত হয়, সেহেতু সেভাবেই মূল্যায়ন করা হয় তাঁকে। দলের একজন ভালো সংগঠক বলতে আমিরুল ইসলাম সে অনেক আগে থেকেই, নেতা নেতৃত্ব ব্যক্তি ব্যক্তিত্ব সবই তাঁর রাজনীতিতে অর্জন। একজন দলের নেতা কতটা তৃণমূলের আস্থা অর্জন করলে তিনবার ইউনিয়ন চেয়ারম্যান এবং দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন এটা অবশ্যই যোগ্যতার যোগ অংক ফল। তিনি দীর্ঘ সময় নেতৃত্বও দায়িত্ব পালন করতে গিয়ে ইউনিয়ন ও পুরো উপজেলাতে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই সাথে আইন সংস্থার সহযোগিতা নিয়ে মাদককে চির টলারেন্সে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। বিএনপি দলের ত্যাগী নেতা আমিরুল ইসলাম সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তাই তিনি পারিবারিক নীতি আদর্শ রাজনীতিতে সম্পৃক্ত করে মাটি ও মানুষের কল্যাণ কর কাজ করে যাচ্ছেন। স্থানীয় বিএনপিতে সাহসী নেতা হিসাবে তাঁর নাম শোনা যায় নেতাকর্মীদের মাঝে, অন্যদিকে তৃণমূলের রাজনীতিতে জাতীয়তাবাদী দলটিকে মুজিব নগরে শক্তিশালী করতে তাঁর সহায়ক ভূমিকা রয়েছে ব্যাপকভাবে। প্রায় ৪ দশক তাঁর রাজনৈতিক জীবনে অনেকগুলো রাজনৈতিক মামলা তাঁর বিরুদ্ধে যেমন হয়েছে তেমনি বেশ কয়েকবার কারাগার জীবন ভোগ করতে হয়েছে তাঁকে। বিচক্ষণ নেতা আমিরুল ইসলাম যৌবনে জিয়া বান্ধব মানুষ ছিলেন সেই সাথে তিনি ভাল ক্রীড়াবিদ ছিলেন। আসন্ন ২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে তাঁর অংশগ্রহণ কালকে সমৃদ্ধি করে থাকে। এ সমস্ত বিষয়ে মেহেরপুরে সবার মতামত এর এক অনুসন্ধানীতে দেখা গেছে, চিনি তার উপজেলা তে নিজের রাজনীতি ও ব্যক্তিত্ব ছড়িয়ে রেখেছে দলমতের বাইরে গিয়েও সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে কেন্দ্রীয় নির্দেশ পাওয়া মাত্র মাঠ সাজিয়ে ফেলবেন সে ছক ও power তিনি তৃণমূলে রাখেন। আমিরুল ইসলাম তার মুজিবনগর উপজেলাতে বিএনপির নেতা হিসেবে শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাবেন এমনটা মনে করেন তার এলাকার নেতাকর্মীরা। এদিকে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.