মিরসরাই মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের মিরসরাই মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের সমর্থনে তারা মিছিল বের করে। মিছিল শেষে সড়কে টায়ার জ্বালিয়ে দেন তারা।উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির কয়েকটি টিমের টহলকে উপেক্ষা করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীরা অবস্থান নেন। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকে টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিন চলছে মিরসরাইয়ে। সকাল থেকে দূর পাল্লার কোন গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্পটে পুলিশ, বিজিবিকে টহল দিতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, আমরা বিজিবিসহ মহাসড়কের মিরসরাইয়ের পুরো এলাকা টহল দিয়েছি। কোথাও কিছু দেখলাম না। শুধু বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে সড়কে কিছু ময়লা দেখলাম। বিএনপি হয়তো আগের তোলা ছবি ফেসবুকে দিয়ে মিথ্যাচার করছে।
তিনি আরও বলেন, মিরসরাইয়ে প্রশাসন নাশকতা রোধে সতর্ক অবস্থানে আছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.