মিরসরাইয়ে আগুনে পুড়লো ৮ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মিঠাছরা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হচ্ছেন, মুদি দোকান ব্যবসায়ী আনোয়ার হোসেন জিয়া, ডেকোরেশন দোকানের মালিক রফিক, লাইটিকের দোকানের মালিক সাইফুল, ফার্নিচারের দোকানের মালিক খোকন, করিম, মানিক ও জসিম। অগ্নিকাণ্ডে নগদ ২ লক্ষ টাকাসহ ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।স্থানীয় দোকনীরা জানায়, কীভাবে আগুন লাগছে তা জানিনা। ফার্নিচারের দোকান বেশি। সবাইতো ঋণ করে এই দোকান পরিচালনা করে। এখন তাদের পথে বসার মত অবস্থা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল বলেন, ভোররাতে করিমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় মুহূর্তে ৮টি দোকানের সব মালামাল পুড়ে মাটিতে মিশে গেছে। আমরা একেবারে পথে বসে গেছি। কিভাবে মাথা তুলে দাঁড়াবো বুঝতেছিনা।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। অন্যথায় আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *