আশিকুর রহমান জালি।
রামপাল উপজেলা প্রতিনিধি ।
কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির এ্যাড মাওলানা শেখ আঃ ওয়াদুদ বলেছেন মানবতার মুক্তিরদূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাঃ আমাদের পথ প্রদর্শক। আমাদের জন্য তার জীবনই রয়েছে সর্বোত্তম আদর্শ।বিশ্বনবী সাঃ এর আদর্শ অনুকরণ ও অনুসরনের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ। তিনি রাসুল সা এর জীবনি বাস্তব জীবনের সকল জায়গায় বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ্র জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। মিলাদ ও সিরাত দুটি আরবী শব্দ। মিলাদ অর্থ জন্ম আর সিরাত শব্দের অর্থ জীবন চরিত। সিরতুন্নবী সাঃ নামে যে মাহাফিল হয় যেখানে সেখানে রাসুলে পাক সাঃ জন্মবৃত্তান্তকে বাদ দিয়ে জীবন চারিত আলোচিত হয় না বরং জন্ম থেকে শুরু করে পুরো জীবনই আলোচনা করা হয়। যার গুরুত্ব ও শিক্ষা প্রতিটি মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ বিকেল ৪টার সময় রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে জামায়াত ইসলামী রাজনগর ইউনিয়ন কতৃক আয়োজিত সিরতুন্নবী মাহাফিলে এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, রামপাল উপজেলা আমির আলহাজ্ব মল্লিক আ হাই, রামপাল উপজেলা সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, ও উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ আসাদুজ্জামান।
রাজনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ জি এম উমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী ইমরানের পরিচালনায় এই সিরতুন্নবী মাহাফিল অনুষ্ঠিত হয়।