নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, উপজেলা যুবলীগের সভাপতি মো: ফারুক পাঠান, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, ফারুক আহমেদ পারুল, আতাউল মোস্তফা সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক আইয়ুব খান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ প্রমূখ।
বাস্তবায়ন সংক্রান্ত সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। এছাড়াও আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যক্রম বাংলাদেশকে কল্যাণকর পদক্ষেপ জাতীয় পেনশন স্কিম ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার ছিল এবং তা ২০২৩ সালে গেজেট প্রকাশিত হয়। বক্তব্যের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবেনা এটাকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে। আমাদের উপজেলায় বাগান, শ্রমিক আছে সকল শ্রেণি পেশার লোকজনকে পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করার আহবান জানান।
স্থানীয় টেলিভিশন ও সাংবাদিক বৃন্দকে এই বিষয় প্রচার প্রচারণা করার ও আহবান জানানো হয়।
উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা জুম অ্যাপস মাধ্যমে জেলার সকল উপজেলা কমিটির সভায় সংযুক্ত হন এবং পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত পদক্ষেপ গুলো উল্লেখ করেন।