মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে শিক্ষক কর্তৃক মাদ্রাসার অর্থ আত্মসাৎ ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এবং পরিচালনা কমিটির মিটিং ডাকার অভিযোগে
হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে মৌজপুর সাহেব বাড়িতে।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ইং রাত ৯ টার দিকে মৌজপুর সাহেব বাড়ির শায়েখ আলহাজ্ব হাকিম হাফেজ ক্বারি সৈয়দ শিব্বির আহমদ শিবলী কে হত্যার উদ্দেশ্যে বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে সৈয়দ শিব্বির আহমেদ বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়, আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের মৌজপুর জামেয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুসুন্মাহ মাদ্রাসার শিক্ষক মুফতি এজহারুল ইসলাম, মোঃ শাহনেওয়াজ, মোঃ সাইফুল্লাহ, মোহাম্মদ কাউসার আহমদ দীর্ঘদিন যাবত মাদ্রাসায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকিয়া মাদ্রাসা ফান্ডের অর্থ আত্মসাৎ করে আসছেন। এর প্রতিবাদে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য উপরে উল্লেখিত সৈয়দ শিব্বির আহমেদ শিবলী পরিচালনা পর্ষদের মিটিং ডাকায় উল্লেখিত শিক্ষক মন্ডলী সহ কিছু ছাত্র শিক্ষক ও তাদের অনুসারী এলাকাবাসী তার উপর হামলার পরিকল্পনা করে। এর প্রেক্ষিতে উপরে উল্লেখিত শিক্ষক মন্ডলী ও তাদের অনুসারী ৩০-৪০ জন ব্যক্তিবর্গ ১৫ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে সৈয়দ শিবির আহমদ শিবলীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদ্রাসা শিক্ষক ও তাদের ৩০-৪০ জন অনুসারী হামলায় অংশগ্রহণ করে।এতে জীবনের নিরাপত্তা নিয়ে সংকায় আছে বলে জানান মৌজপুর সাহেব বাড়ির শায়েখ আলহাজ্ব হাকিম হাফেজ ক্বারি সৈয়দ শিব্বির আহমদ শিবলী। এমন একটি পরিবারে হামলার ঘটনায় ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনাসহ এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.