মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বকেয়া বেতন ভাতা প্রদান ও বেতন বৃদ্ধির দাবীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের স্টার ফোরসেলিন সিরামিকস কোম্পানির সামনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে কোম্পানির প্রায় এক হাজার শ্রমিক। এতে ঢাকা সিলেট মহাসড়কে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড গরমে যানযটে আটক হাজার হাজার বাসযাত্রী চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল ও থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে স্টার ফোরসেলিন সিরামিকস কোম্পানির কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের সব দাবীদাওয়া মনে নিলে বিকেল সাড়ে চারটায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান,আমি শ্রমিক অসন্তোষের খবর পেয়ে গিয়ে কোম্পানির কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আগামীকাল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে আলোচনা করে সকল সমস্যার সমাধান করা হবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.