মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে বিএনপির নেতা বাচ্চু মিয়ার নেতৃত্বে সংখ্যালঘুর বাড়িতে হামলা করা হয়েছে। এতে নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহতদের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিএনপির নেতা বাচ্চু মিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ক্ষিরমোহন সরকারের ছেলে নির্মল সরকারের সঙ্গে তার ভাই সুবল সরকারের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। গত ২০ আগষ্ট সুবল সরকার ও নির্মল সরকারের মধ্যে জায়গা নিয়ে ঝগড়ার সৃষ্টি হলে সুবল সরকারের পক্ষে বিএনপির নেতা বাচ্চু মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মল সরকারের বাড়িতে হামলা করে। এতে নির্মল সরকার ,সুকান্ত সরকার,নেপাল সরকার ,ধীরেন্দ্র সরকার ,অজ্ঞু রানী সরকার,শ্রীবাস সরকার, জয়দেব সরকার,হীরুলাল সরকার সহ ১০ জন আহত হয়।
গুরুতর আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নির্মল সরকার বাদি হয়ে গত ২১ আগষ্ট বাচ্চু মিয়া সহ ১৪ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা করেন( মামলা নং-২৩)।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.