মাদ্রাসা ছাত্রদের নৈতিক চরিত্র গঠন এবং ইসলামী অনুশাসন পালনে দশ মাদরাসা প্রধানের বৈঠক —

নোয়াখালী জেলা প্রতিনিধি —

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন গুরুত্বপূর্ণ দশটি মাদ্রাসা – ১. বসুরহাট ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা ২. বামনী আছিরিয়া ফাযিল ( ডিগ্রি) মাদ্রাসা ৩. চৌধুরীহাট এন্তাজিয়া মডেল দাখিল মাদ্রাসা ৪.পূর্ব চরপার্বতী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ৫. ভূঁইয়া সেলিনা বেগম মহিলা দাখিল মাদ্রাসা ৬. মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা ৭. সৈয়দিয়া হাফেজ আজগর আলী দাখিল মাদ্রাসা ৮. চরএলাহী মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা
৯. শাহজাদপূর দাখিল মাদ্রাসা ও ১০. রূপনগর মডেল দাখিল মাদ্রাসা- প্রধানবৃন্দের সমন্বয়ে একটি মহতি উদ্যোগের সফল সূচনা হয়।
শিক্ষার্থী বৃদ্ধি, তাদের চরিত্র গঠন, ইসলামি অনুশাসন মেনে চলা ও পড়ালেখার মানোন্নয়নে সকলে এক কাতারে থেকে মাদ্রাসাগুলোকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে এক সাধারণ সভা চৌধুরীহাট এন্তাজিয়া মডেল দাখিল মাদ্রাসা প্রধানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত কমিটির পরবর্তী সভা বামনি আছিরিয়া ফাযিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *