নরসিংদী প্রতিনিধি :
দীর্ঘদিন পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী আসামীকে গ্রেপ্তার করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া (রাঙ্গামাটি) এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুর স্ত্রী আছিয়া বেগম ওরফে আকলিমা এবং একই এলাকার নুরু মিয়ার স্ত্রী জুলেখা বেগম। তারা উভয়ই
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের সাজাপ্রাপ্ত আসামী।
ওসি তানভীর আহমেদ জানান, নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আব্দুল গাফ্ফার (পিপিএম-বার) ও সহকারী উপপরিদর্শক দীপক কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কোনাপাড়া এলাকা হতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আসানীদ্বয় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার মাদক মামলার আসামী। অত্র মামলায় ব্রাহ্মনবাড়িয়ার বিজ্ঞ আদালত তাদেরকে যাবজ্জীবন সাজা দেয়। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল। পরে তাদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.