মহেশপুর সীমান্তে সিম ক্ষেত থেকে বিরল প্রজাতির ভয়ংকর (সাপ) রাসেল ভাইপার উদ্ধার।
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিম পাড়ার মাঠ থেকে বিষধর ও বিরল প্রজাতির (সাপ) রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে।এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শ্যামকুড় নয়া পাড়া গ্রামের মাঠে সিমের ক্ষেতে স্থানীয় কয়েকজন কৃষক কাজে গেলে সাপটি দেখতে পান। তারা আরও কয়েকজন কে একত্রিত করে কৌশলে সাপটি কে বস্তাবন্দি করেন।স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের মাধ্যমে মহেশপুর বন বিভাগে কে খবর দেওয়া হয়।পরবর্তীতে বৃহস্পতিবার সকালে যশোর বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়।এসময় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এবং মহেশপুর বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।বন বিভাগ সূত্রে জানা গেছে, রাসেল ভাইপার সহজে দেখা যায় না। বিষধরের দিক থেকে বিশ্বে এর অবস্থান ৫ নম্বর এবং আক্রমণে ১ নম্বর।ভংয়কর বিষাধর সাপ আটক হওয়ায় ওই অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে।