ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ফরহাদ হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোররাতের দিকে উপজেলার মাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।আহত ফরহাদ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, ভোরে মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন ফরহাদ হোসেনসহ কয়েক ব্যক্তি।
সেসময় ভারতের রোনঘাট বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হন। সেখান থেকে তার সহযোগীরা তাকে উদ্ধার করে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে।মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।তবে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এরকম একটি ঘটনা শুনেছি। এ সম্পর্কে খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.