ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
ঝিনাইদহের মহেশপুরে ৫ কেজি ওজনের ১২টি স্বর্ণেরবারসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) । আজ ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ফতেপুর এলাকা থেকে তাদের আটক করা হয় ।আটককৃতরা হলো, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তিপালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২), একই জেলার সারুটিয়া থানার সারুটিয়া গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) ।৫৮ বিজিবির অধিনায়ক শাহ মোঃ আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর-জীবননগর রুটের কোন এক বাসে করে স্বর্ণ পাচার হতে যাচ্ছে । সে তথ্য অনুযায়ী, মহেশপুর-জীবননগর মহাসড়কে ফতেপুর শিশুতলা নামক স্থানে চেকপোষ্ট বসায় বিজিবি । এরপর ঝিনাইদহের কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে চার কোটি পঁচাশি লক্ষ একাশি হাজার চুয়ান্ন টাকার ৫ কেজি ১৪.৫৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরবারসহ ৩ জনকে আটক করা হয় ।তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.