ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
স্থানীয়রা জানান, চাচা-ভাতিজার মধ্যে দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জেরে সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। পরে চাচাকে মারার জন্য বাড়ি থেকে কিছু দূরে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে চাচা বাড়ি থেকে বের হলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রাজু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম একই গ্রামের আব্দুল রাকিবের ছেলে। অভিযুক্ত ভাতিজা রাজু লালন মন্ডলের ছেলে। চাচাকে হত্যার অভিযোগে পুলিশ ভাতিজা রাজুকে আটক করেছে,মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত রাজুকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.