ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
মহেশপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান ও সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ শাওন এর হস্তক্ষেপে বালু উত্তোলনে হুমকির মুখ থেকে রক্ষা পেল মহেশপুর-পুড়াপাড়া সড়ক।
অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের বিচারক জাহাঙ্গীর আলম (৪০), রুবেল আহাম্মেদ (৩৫) ও মাছুমকে (৩৪) আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক আসামীকে ৬ মাসের কারাদন্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু উত্তোলনের সময় মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের বালু খোলা থেকে তাদেরকে আটক করা হয়েছে। তবে এ সময় নাটের গুরু রবিউল মেম্বারকে আটক করতে পারেনি।এলাকাবাসী জানান, র্দীঘদিন ধরে মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের রাস্তায় বাথানগাছি গ্রামের ইউপি সদস্য রবিউল ইসলাম বালু উত্তোলন করে আসছিলো। রবিউল ইসলাম তিনি নিজেকে বিশাল ক্ষমতাধর মনে করে আইনকে তোয়াক্কা না করেই ৮ বছর ধরে মহেশপুর পুড়োপাড়া সড়কের বাথানগাছি গ্রামের রাস্তার দু’ধারে বিশাল গর্তকরে এ বালু উত্তোলন করে আসছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ শাওন জানান, অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে বাথানগাছি গ্রামের জাহাঙ্গীর আলম,রুবেল আহাম্মেদ ও মাছুমকে ৬ মাসের কারাদন্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.