মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন ও তার স্বামী চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী চিন্হিত মাদক ব্যবসায়ী মিনার মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, বিভিন্ন দেশের মুদ্রা, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে।
আজ ১৩/১০/২৪ ইং রোজ রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
জানতে চাইলে তিনি জানান, শনিবার মধ্যরাতে উপজেলার ইসলামপুরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিনের বাড়ি থেকে ৭৫টি ইয়াবা ট্যাবলেট, ২টি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, ৫ হাজার ইন্দোনেশীয় রুপি, ১ হাজার ১৪০ ভারতীয় রুপি এবং নগদ ১৭ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।
নিলুফা ইয়াসমিনের স্বামী মিনার মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্বামী-স্ত্রী দুজনকেই আটক করেছে যৌথ বাহিনী।
ওসি আরও জানান, নিলুফা ইয়াছমিন ও তার স্বামীর বিরুদ্ধে হামলা-বিস্ফোরণের অভিযোগে থানায় মামলা আছে। যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *