মহিপুরে ইলিশ মাছ বেশি পাওয়ার ফলে কমেছে মৎস্য আড়ৎ মাছের দাম।

এম ফয়সাল মাহমুদ (অনিক) কলাপাড়া উপজেলা প্রতিনিধি:

আবহাওয়া অনুকূলে থাকায় কলাপাড়া-মহিপুর জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। প্রচুর পরিমাণে ইলিশ ধরতে পেরে খুশি জেলেরা। জেলেরা বলেন, সাগর থেকে খালি বোট নিয়ে আসতে হয়না। জালে অনেক ইলিশ ধরা পড়ছে।

জানা যায়, কালাপাড়া মহিপুর মৎস্য কেন্দ্রে দীর্ঘদিন পর সামুদ্রিক মাছের হাঁকডাক শোনা যাচ্ছে। এখন জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। পাশাপাশি ডেলা, টোনা, পোয়াসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছও ধরা পড়ছে। এইসব মাছ মহিপুর মৎস্য কেন্দ্রে আসতে শুরু করেছে। প্রতিটি মাছই বড় সাইজের। বর্তমানে জাটকা প্রতি মণ ২১ হাজার টাকা, ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২৮ হাজার, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ৩৬ হাজার এবং ১ কেজির উপরের ইলিশ ৫০ থেকে ৭০ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে।। ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে।

মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার বলেন, অনেকদিন যাবত সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা অনেক কষ্টে থাকলেও এখন সাগরে প্রচুর পরিমাণে ইলিশ ধরতে পারছে। প্রচুর পরিমাণে ইলিশ ধরতে পারায় জেলেদের কষ্ট কমেছে। তারা খুব খুশি। ইলিশের সরবরাহ বাড়ায় দাম অনেকটা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *