মহম্মদপুরে অসহায় অসুবিধা বঞ্চিত শিক্ষার্থীর অনুদানের টাকা আত্মসাৎ।

মোঃ ফয়সাল হায়দার
মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের যশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের অনুদানের টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মারুফার বাবা হুমায়ুন কবিরের অভিযোগের ভিত্তিতে যশপুর মহিলা দাখিল মাদ্রাসায় সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ বিষয় নিয়ে তালিকায় থাকা সুবিধাভোগী শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন আমরা কোন উপবৃত্তির টাকা পায়নি যারা পেয়েছে তাদের নাম তালিকা তে নেই। যে সকল সুবিধা বঞ্চিত শিক্ষার্থী উক্ত টাকা পেয়েছে তারা ৫০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা করে পেয়েছে।
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিবারের সাথে কথা বলে জানা যায় মাদ্রাসা সুপার ও সভাপতির জোকসাজে অনুদানের টাকা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কে না দিয়ে তারা তাদের কাছের কিছু শিক্ষার্থীকে ২০০০ টাকা করে প্রদান করে বাকি টাকা সুপার ও সভাপতি আত্মসাৎ করে
সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করার জন্য শিক্ষার্থীর নাম, বাবার নাম এবং রোল নাম্বার পরিবর্তন করা হয়েছে।
এ বিষয় নিয়ে যশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার এর সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোনে কোন বিষয়ে কথা বলবে না বলে ফোন রেখে দেয়।

প্রতিষ্ঠানের সভাপতি সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানাই আমরা শিক্ষার্থীদেরকে ২০০০ টাকা করে প্রদান করি এবং বাদবাকি টাকা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করি।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানীর সাথে কথা বললে তিনি বলেন এমনটি হওয়ার কথা না, যদি টাকা আত্মসাৎ এর ঘটনাটি ঘটে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *