রাহুল রহমান
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে আজ শনিবার দুপুরে শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এসময় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীরাও যোগ দেন।
এসময় জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অনিক ঘটক চৌধুরী বলেন, 'আমাদের দেশ সম্প্রীতির বাংলাদেশ। এখানে আমরা সকল ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে নিরাপদে থাকতে চাই। কিন্তু আজকে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জমি দখন, নির্যাতন ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা আমাদের পরিবার নিয়ে শঙ্কায় আছি। তাই সরকার ও প্রশাসনের কাছে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দাবি করছি।'
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হেমন্ত দাস বলেন, 'আমরা আতঙ্ক ও শঙ্কায় আছি। যেভাবে হিন্দুদের ওপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, তা দেখে আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা আর কাঁদতে চাই না। আপনার আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরাও এ দেশের নাগরিক। আমাদেরও নিরাপদে বাঁচার অধিকার আছে। শরীয়তপুর শহরের ধানুকা মনসা বাড়ি মন্দির ভাঙচুর করা হয়েছে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ওই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হোক। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ ও সম্প্রীতির বাংলাদেশ।'
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.