মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন অযুহাতে প্রতারণার মাধ্যমে লক্ষ—লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে স্বপন মৃধা ও তার স্ত্রী বৃষ্টি বেগম এর বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্দ এলাকাবাসি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ড সবুজনগর গ্রামে সেনামুদ্দিন বাড়ির সামনের সড়কে এ কর্মসূচিতে তৃতীয় লিঙ্গের লোকজন সহ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে ঝাড়– প্রদর্শণ করা হয়। স্বপন মৃধা সবুজ নগর গ্রামের মৃত. হাচেন আলী মৃধার (হাচেন মেম্বর) ছেলে।
ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সভায় স্বপন মৃধা ও বৃষ্টি বেগমের বিচার দাবী করে বক্তব্য রাখেন, ভুক্তোভাগী সেতারা বেগম, সুরমা বেগম, জবেদা খাতুন, তাজেনুর বেগম, মোশারফ শরীফ, মোঃ শাহজাহান মিয়া, তৃতীয় লিঙ্গের কালজ বেগম ও রূপালী প্রমূখ। বক্তব্যে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা বলেন, সেনামুদ্দিন বাড়ি এলাকার ৪০ বছরের বেশী সময় ধরে বসবাস করে আসছি। কিন্তু স্বপন মৃধা ও বৃষ্টি বেগগ জমি কখনো সরকারের কাছ থেকে, কখনো কোন আদি হিন্দু পরিবারের কাছ থেকে লিজ নিয়েছেন বা দলীল মূলে মালিকানা হয়েছেন এমন ভয়—ভিতি দেখিয়ে ও জমির দলীল করে দেয়ার নামে বহু পরিবারের কাছ থেকে লক্ষ—লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কারনে অকারণে অর্ধ শতাধিক পরিবারকে হয়রানী করে আসছে। এছাড়া পানীর ড্রাম ও সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেবার নামে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।