মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরাজপুরর মঠবাড়িয়ায় দুই দিনর ব্যবধান ৫ টি ঘর ডাকাতি সংগঠিত হয়ছ। সংঘবদ্ধ ডাকাত দল বিভিন কশল ঘর উঠ নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট কর নিয়ছ। তব পুলিশ বলছন এটা নিছক চুরির ঘটনা। বুধবার গভীর রাত গ্রামবাসি মাবারক হাসন (৫২) নাম এক ডাকাতক আটক কর থানা পুলিশর হাত তুল দয়। পুলিশ তাক গ্রপ্তার দখিয় বহস্পতিবার (১৪ ডিসম্বর) আদালত প্ররণ করছন গ্রপ্তারকত মাবারক হাসন রাজাপুর উপজলার গালুয়া নামক গ্রামর বাসিদা।
¯ানীয় সূত্র জানা যায়, গত ১০ ডিসম্বর দিবাগত রাত উপজলার পশ্চিম মিঠাখালী গ্রামর হাবিব হাওলাদার ও নবী হাসন হাওলাদারর ঘর সংঘবদ্ধ ডাকাত দল বিভিন কশল উঠ নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট কর নিয়ছ।
হাবিব হাওলাদারর স্ত্রী খাদিজা বগম বলন, ৮ থক ১০ সদস্যর ডাকাত দল তাদর ঘর উঠ নগদ টাকা ও বিভিন মালামাল লুট নয়। এসময় প্রতিবাদর চষ্টা করল তাঁক ও তার পুত্রবধূক ডাকাত সদস্যরা মারধর কর।
এদিক এ ঘটনায় এলাকায় ব্যপক আতংকর সষ্টি হল গ্রামবাসি সতর্কতা অবলম্বন কর। ১২ ডিসম্বর বুধবার ওই একই গ্রামর ইদ্রিস ফরাজি, বাদশা ফরাজির, স্বপন হাওলাদারর ঘর ডাকাতি কর ফরার পথ গ্রামবাসি টর পয় ধাওয়া কর ডাকাত মাবারক হাসনক আটক কর। এঘটনায় পশ্চিম মিঠাখালী গ্রামর বাসিদা স্বপন হাওলাদার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়র করন।
¯ানীয় ইউপি সদস্য মাঃ সগীর হাসন আকন বলন, আটককত ডাকাত মাবারক হাসন স্বীকার করছ তার সাথ আরও ৬ ব্যাক্তি ছিলা। তারা একসাথই ডাকাতি করছ বল জানিয়ছ।
মঠবাড়িয়া থানার ওসি (অপারশন) আব্দুল হালিম (মিডিয়া) বলন, এগুলা নিছক চুরির ঘটনা। মাবারক হাসনক গ্রপ্তার দখিয় ১৪ ডিসম্বর বহস্পতিবার দুপুর আদালত প্ররণ করা করা হয়ছ। মামলার তদÍর স্বার্থ তিনি কান তথ্য দিত চাননি। তব তিনি বলন, বিষয়গুলা গুরুপ্তর সাথ তদÍ করা হছ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.