ভোটের হাওয়া

ভোটের হাওয়া,
হবিগঞ্জ -৪ এ ভোটের বাজার জমেউঠেছে। ঈগল প্রতীক নিয়ে ব্যারিস্টার সুমন এগিয়ে ।।

মো.নজরুল ইসলাম
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
২৯ ডিসেম্বর, ২০২৩।

মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে সংসদীয় আসন হবিগঞ্জ-৪। চা-বাগান অধ্যুষিত আসনটিতে ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। স্বাধীনতার পর থেকে গত ১১টি সংসদ নির্বাচনের আটবারই আওয়ামী লীগের নৌকা জয় পেয়েছে এখানে।

এবারের নির্বাচনে এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো.মাহবুব আলী। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীক নিয়ে। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে।
কিন্তু প্রচার প্রচারনায় ও জনসমর্থনের দিক দিয়ে এগিয়ে আছেন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ভোটব্যাংক হিসেবে পরিচিত চা-বাগান। বাগানের একচেটিয়া ভোটের কারণেই মূলত আসনটি আওয়ামী লীগ পেয়ে থাকে। তবে এবার ব্যারিস্টার সুমন চা-বাগানগুলোতে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি তাঁদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ও ফুটবলের মাধ্যমে চা-বাগানে জনপ্রিয়তা অর্জন করেছেন।

মাধবপুর উপজেলার ৯নং নোয়াপড়া,১০ নং ছাতিয়াইন এবং ১১নং বাঘাসুরা ইউনিয়ন ঘুরে সাধারণ জনগণের জনমত হচ্ছে তারা এবার পরিবর্তন চায়।
তাদের ধারণা এবার ঈগল প্রতীকেই ভোট দিবে জনগণ।
প্রচার প্রচারনায়ও সবার মুখে মুখে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঈগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *