দিলোয়ার হোসেন মাসুম কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রায় ৫০ বছরের পুরোনো বিরোধের কারনে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত সহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মুতোপি গ্রামে আজ বেলা ১টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত ব্যক্তি মুতৌপি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন। সাদেকপুর ইউনিয়নের মুতৌপি গ্রামের সরকার বাড়ি ও কর্তা বাড়ির মধ্যে গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ ৫০ বছর ধরে বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জের ধরে কয়েক বছরে প্রায় এক ডজন খুন হয়েছে। এছাড়া বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়েছে।
ওসি হাসমত উল্লাহ আরও বলেন, ‘এসব ঘটনায় উভয়পক্ষের মামলা-মোকাদ্দমা লেগেই আছে। প্রতিপক্ষের আঘাতে সরকার বাড়ির একজন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.