আহসান হাবীব দুলাল ,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি: ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে ভারতের এক গৃহবধূ তার প্রেমিকের হাত ধরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন। স্বপ্ন ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশে ঘর বাঁধার। তবে সীমান্ত আইন লঙ্ঘন করায় তাদের সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। বিজিবি তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৩-এর কাছে তাদের আটক করা হয়। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালান। আটককৃতদের সঙ্গে একজন বাংলাদেশি সহযোগীকেও আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ভারতের পূর্ব বর্ধমান জেলার ধামাই গ্রামের রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনার গড়খালী গ্রামের সৌরভ কুমার সাপুই (১৮), এবং তাদের সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের ইউসুফ আলী (২১)।
সূত্র জানায়, ফেসবুকে আড়াই বছর আগে রেশমা ও সৌরভের পরিচয় হয়। সেখান থেকেই গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক। সম্পর্ককে পূর্ণতা দিতে তিনদিন আগে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। সীমান্ত পেরোতে দালালের সাহায্য নিলেও বিজিবির তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশের পরপরই আটক হন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, বিজিবি তাদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সীমান্ত পেরিয়ে ভালোবাসার এই সাহসী যাত্রা শেষ পর্যন্ত আইনের বাঁধায় থেমে গেছে। তবে এই ঘটনা ভালোবাসার শক্তি এবং সীমান্তের অনতিক্রম্য সীমার এক বিচিত্র গল্প হয়ে থাকবে।