আব্দুল্লাহ আনছারী আকরাম
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (৩ জানুয়ারি) উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এই ঘটনা ঘটেছে।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ভায়াবহ গ্রামে প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরি করা হতো একটি কারখানায়। ওই কারখানার ডিজেল রাখার একটি ড্রাম বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর তাৎক্ষণিক সেখানে ছুটে যান নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ কাজিম উদ্দিন ধনু এমপি। তিনি দুর্ঘটনাকবলিত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২ জনের একজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.