ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সহ সরা বাংলাদেশের প্রাচিনতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া’র ২৩-২৪ সেশনের মাস্টার্স সমাপনী সদর উপজেলা ছাত্র কাফেলার উদ্যোগে বিদায়ী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়াস্থ কাউতলী ফুড হাট পার্টি সেন্টারে মাগরীব নামাজের পর কুরআন তেলাওয়াত,হামদ, না’তের মাধ্যমে শুরু হলে এতে অত্র মাদরাসা মসজিদের সম্মানীত খতীব ও সিনিয়র শিক্ষক মুফতী রুহুল আমীন কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, মুফতী রাকিবুল হাসান সাহেবগন ও দাওয়াতী মেহমান চেয়ারম্যান আব্দুর রশীদ ভূইয়া, সিলেট নূরানী বোর্ডের সম্মানী প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা বশীর আহমাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এতে আমন্ত্রীত মেহমানগন নবীন আলেমদেরকে লক্ষ করে তাদের আগামী দিনের পাথেয় হিসেবে অনেক দিকনির্দেষনা প্রদান করে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
নবীন আলেমদের পক্ষ থেকে অনেকেই বিদায়ী বক্তব্য রাখেন। অত্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন হাঃ মাওঃ দেলোয়ার হোসাইন মাহদী।
অবশেষে মুফতী মারুফ কাসেমীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।