সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী। ( ব্রাহ্মণবাড়িয়া )
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লালপুরে এক সাবেক প্রবাসী বাড়িতে ফেরার পথে তার উপর গুরুতর হামলা করা হয়। গত ১৩/১০/২৩ ইং রোজ শুক্রবার এ ঘটনা ঘটলে আজ ১৯/১০/২৩ ইং তারিখ রোজ বুধবার লালপুর প্রবাসী কল্যান ফাউন্ডেশন ট্রাস্ট ও ভুক্তভোগী সাইফুল ইসলাম রাহিমের যৌথ উদ্যোগে লালপুর বাজারে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী সাইফুল ইসলাম রাহিম ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ট্রাস্টের প্রচার সম্পাদক জুনাইদ মোহাম্মদ আকাশ প্রশাসনের সহায়তা কামনা করেন। এ সময় লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম রাহিম বলেন,আমি সাবেক প্রবাসী। দীর্ঘ সাত বছর প্রবাসে কাটিয়েছি। আমি সামাজিক সংগঠন নিয়ে কাজ করি। বাড়িতে এসে একটি গরুর খামার দেই। গরুর জন্য ঘাস কাটতে আমার নিজের চাষ করা ক্ষেতে ঘাস কেটে আনতে গেলে লালপুর ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ঘাসের টুকরিটি আমার মাথায় তুলে দেন। তারপর আমি টুকরিটি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে জনাব হানিফ মেম্বার এর বাড়ির গেইটের সামনে এলে পেছন থেকে আমার উপর অতর্কিত হামলা করে ধারালো ছুরি দিয়ে পিঠে আঘাত করে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর পেছনে ফিরে দেখি একজন ব্যাক্তি দৌড়ে চলে যাচ্ছে। আমিও তার পেছনে ছুটলে আমার চিৎকার শুনে আমার চাচাতো ভাই,বোনেরা সহ আরও অনেকে এগিয়ে এলে ঐ ঘাতককে ধরতে সক্ষম হই। তাকে আমার সামনে আনলে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কে? তখন সে বলল আমি সুমন। আমি জিজ্ঞেস করেছিলাম তোমার বাড়ি কোথায়? সে বলল নয়াগাঁও আরও প্রশ্ন করলে সে বলে আমাকে হত্যা করে ফেলো।
এসময় তিনি আরও বলেন, আমি মাদক,চুরি সহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি। তবে কে কোন কারণে একাজ করেছে তা আমার জানা নাই। তবে আমার মূল দাবীটা হচ্ছে প্রশাসন যেনো এর তদন্ত করে এবং আসামী সুমনকে সর্বোচ্চ শাস্তি দেয়। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। এবং সাইফুল ইসলাম রাহিমের স্ত্রী বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.