সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় প্রচন্ড গরমের কারণে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। তাপ প্রদাহের কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। শিশু রোগীদের মধ্যে বেশিরভাগ ঠান্ডা, কাশ্বি ও নিউমোনিয়াতে আক্রান্ত। প্রতিদিনই এসব রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিতে ভিড় করছে জেলার বিভিন্ন হাসপাতালে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের গরম জনিত ডায়রিয়া এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
হাসপাতালে শিশুদের ঔষুধের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানা যায়।
এদিকে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানান, বয়স্ক রোগীদের ঔষধ পর্যাপ্ত পরিমানে থাকলেও শিশুদের ঔষধ নেই বললেই চলে । বিশেষ করে শিশুদের চিকিৎসায় অপরিহার্য স্বল্প মূল্যের বিভিন্ন সিরাপ, যেমন : জিংক, প্যারাসিটামল, হিস্টাসিন ও ভিটামিন সিরাপের তিব্র সংকট দেখা দিয়েছে। এতেই বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য ভর্তি হওয়া শিশুদের চিকিৎসায় ব্যাহত হচ্ছে। এরপরেও কর্তব্যরত চিকিৎসকরা সাধ্যমত রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কলসান্টেন্ট ডা: আক্তার হোসেন এক বিশেষ সাক্ষাৎকারে শিশুদের ব্যাপারে পরামর্শ দিতে গিয়ে বলেন, গরমে অসুস্থতা প্রতিরোধে শিশুদেরকে খোলামেলা পরিবেশে পাতলা সুতি কাপড় পরিয়ে রাখতে হবে।
পরিশেষে তিনি মাননীয় সরকারকে বাচ্চাদের স্বল্প মূল্যের সিরাপগুলোকে এভলেভল করে দেওয়ার অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.