ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ দিনে ৪২২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত।

সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী। (ব্রাহ্মণবাড়িয়া)

গত ৪০ দিনে মোট ৪২২ জন ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হয়েছে। অবশ্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আসা রোগীরা ঢাকা থেকে আগত। এ পর্যন্ত কেউ মারা যাননি। সিভিল সার্জনের পাওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ চব্বিশ জন আক্রান্ত হয়েছে। জেলা সদর হাসপাতালে দুইজন বান্ছারামপুরে চারজন বিজয়নগরে একজন নবীনগরে দুইজন নাছিরনগরে তিনজন আখাউড়ায় একজন ভর্তি হয়েছেন। ২৪ ঘন্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১৩ জন।
পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ডেঙ্গু রোগে ২২জন আক্রান্ত হয়ে ভর্তি আছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ২১ জন ভর্তি আছেন জেলা সদর হাসপাতালে। জেলায় ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা ৬৯ জন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ডেঙ্গু রোগী ধরা পড়েন।
এদিকে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা গিয়েছে ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল কর্তৃক কোন সিট নেই। বাড়ি থেকে আনা সিট দিয়েই ওদেরকে থাকতে হচ্ছে। ওয়ার্ডটিতে থাকা সব রোগীই মশারীর ভেতরে আছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ একরামুল্লাহ জানান, জেলার সবকটি সরকারি হাসপাতালে নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন । তাদের চিকিৎসা বিষয়ক সার্বিক খোজ নেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই ঢাকা থেকে আসা বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *